1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

অবৈধভাবে মাটি কাটতে বাধা দেওয়ায় এসিল্যান্ডের বিরুদ্ধে মিছিল, সাংবাদিককে মারধর-বাইক ভাংচুর

  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ টাইম ভিউ

চয়ন চৌধুরী, মদন থেকে ফিরে

নেত্রকোনার মদনে বিভিন্ন হাওরের অবৈধভাবে কৃষি ও খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাটি বিক্রির সাথে জড়িতরা।  সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে মাটি বিক্রির সঙ্গে সংশ্লিষ্টরা। রবিবার সকালে মদন উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহারের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

তখন এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিনের মোটরসাইকেল ভাংচুর করে তাকে মারধর করেন বিক্ষোভকারীরা। পরে অন্যান্য সহকর্মীরা আহত সাংবাদিক নিজাম উদ্দিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় ওইদিন দুপুরে সাংবাদিক নিজাম উদ্দিন বাদি হয়ে তাকে মারধরের সাথে জড়িত ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী চক্র উপজেলার বিভিন্ন হাওরের কৃষি জমির টপসয়েল ও খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাওলিন নাহার এলাকায় এসব মাটি খেকো চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছিলেন। অবৈধভাবে মাটি কাটার কারনে গত সপ্তাহে দুইজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও একজনকে এক মাসের জেল দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদরা সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে ওই মাটি খেকো চক্রটি।

রবিবার সকালে প্রায় ৭০/৮০ জন লোক উপজেলা পরিষদ চত্ত্বরে ঢুকে এসিল্যান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এসময় তারা এসিল্যান্ডের বিরুদ্ধে তারা নানা অশ্রাব্য ভাষায় গালমন্দ করতে থাকে। এক পর্যায়ে তারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সাংবাদিক নিজাম উদ্দিনের মোটরসাইকেল পেয়ে সেটি ভাংচুর করে। এসময় গাড়ি কেন ভাঙা হচ্ছে জানতে চাইলে বিক্ষোভকারীরা সাংবাদিক নিজাম উদ্দিনকে মারধর করাসহ তাকে লাঞ্ছিত করা হয়।

এ বিষয়ে সাংবাদিক নিজাম উদ্দিন জানান,  সকালে আমার ব্যাক্তিগত কাজে সমাজ সেবা কার্যালয়ে ছিলাম। হঠাৎ এসিল্যান্ডের বিরুদ্ধে একটি মিছিল পরিষদ চত্ত্বরে আসে। এ সময় আমার গাড়ি ভাংচুর করে। গাড়ির কাছে যাওয়ার সাথে সাথেই তারা আমাকে মারধর করে এবং আমার সাথে থাকা মোবাইল, টাকা পয়সা নিয়ে যায়। আমি এ ঘটনার বিচার চাই।

এ ব্যাপারে মদন থানার পরিদর্শক (তদন্ত)  দেবাংশু কুমার জানান, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবগত করে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রী জানান,’ অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ক্ষিপ্ত হয়ে একটি মহল মিছিল করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মদন থানাকে বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost