স্টাফ রিপোর্টার
ঢাকার বাড্ডা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সাগর মন্ডল সাগর ও এন্টাস মিয়া নামে দুজনকে আটক করা হয়। সাগর গাইবান্ধা সদর থানার সাহেদুল মন্ডলের ও এন্টাস মিয়া ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুর্শিবাড়ি গ্রামের আলী আহমেদের ছেলে। গত শনিবার বিকেল ৫টার দিকে পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের মোহাম্মদ আলীর জান্নাত অটো হাউজ এর ভিতর হতে ইজিবাইকটি উদ্ধার করা হয়। পরে ইজিবাইকের মালিক মালিক ইসলাম হাওলাদারকে খবর দিলে রোববার তিনি এসে ইজিবাইক শনাক্ত করেন।
শরীয়তপুরের নড়িয়া থানার খাটোকান্দি গ্রামের বাসিন্দা ইসলাম হাওলাদার জানান, গত বৃস্পতিবার বিকেল ৪টার দিকে ঢাকাস্থ বাড্ডা থানাধীন পূর্বাঞ্চলের লেন নং-১০ পানির পাম্পের পিছনে সাব্বিরের গ্যারেজ হতে তার ইজিবাইকটি চুরি হয়েছিল।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply