স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় অবৈধভাবে অ্যাক্সক্যাভেটর মেশিন দিয়ে মাটি কাটার অভিযোগে শ্যামল চন্দ্র দাস (৪২) নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শ্যামল চন্দ্র দাস নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ জানান, উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply