স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ধর্মপাশায় অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার অভিযোগে দুই নারীসহ চারজনেক আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শুক্রবার সকাল ৮টার দিকে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে ওইদিন ভোরে তাদেরকে উপজেলার সদর ইউনিয়নের ফাতেমানগর এলাকা থেকে আটক করে স্থানীয় এলাকাবাসী। আটককৃতরা হলেন, ফাতেমানগর গ্রামের মৃত একে এম লুৎফুর রহমানের ছেলে একেএম জিল্লুর রহমান জানু (৪২), সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের মৃত হেলিম মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩৩), নেত্রকোনার সদর থানার রাজুরবাজার এলাকার হৃদয় মিয়ার স্ত্রী খুকুমনি (২৪) ও পটুয়াখালির গলাচিপা থানার গুয়াবাড়ীয়া লাভলা (মোল্লাবাড়ি) এলাকার শামছু মোল্লার মেয়ে কার্নিজ ফাতেমা ওরফে মায়া (৩০)।
স্থানীয়রা জানায়, আটক জিল্লুর রহমানের বাড়িতে খুকুমনি ভাড়া থাকে এবং তারা অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত। ফাহিম প্রায়ই খুকুমনির এখানে যাতায়াত করে। শুক্রবার ভোরে স্থানীরা জিল্লুর রহমানের ঘর থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পায়। তখন স্থানীয়রা এগিয়ে গিয়ে দেখে আটককৃতরা নিজেদের মধ্যে মারমূখী হয়ে উশৃঙ্খল আচরণ করছে। এ সময় স্থানীয়রা সেখানে মাদক সেবনের আলামতও দেখতে পায়। তখন স্থানীরা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।
ধর্মপাশা থানার এসআই মোহাম্মদ পারভেজ ভূইয়া জানান, আটক কার্নিজ ডিএমপি দারুস সালাম থানার মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের এজাহারভূক্ত আসামি। আটককৃতদের ফৌজধারী কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply