1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

ধর্মপাশায় পুকুরে বিষ প্রয়োগে দেড় লাখ টাকার ক্ষতি

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ টাইম ভিউ




স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও গ্রামের হারুন রশিদের মাছের ডোবায় (কুমারিয়া বিল) দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ডোবায় থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এতে প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনি।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় প্রতিদিনের মতো হারুন রশিদ তার মাছের ডোবায় মাছের খাদ্য প্রদান করেন। এরপর বাড়িতে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর আনুমানিক ছয়টার দিকে ডোবায় গিয়ে তিনি দেখতে পান, বিভিন্ন প্রজাতির মাছ মরে ভাসমান অবস্থায় রয়েছে।
ঘটনার পরপরই তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রহিছ মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ভুক্তভোগী হারুন রশিদ জানান, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের মাধ্যমে তার মাছের ডোবা ধ্বংস করা হয়েছে। এতে তার দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগ এক রাতেই নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, গত বছরেও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন তিনি, যা তাকে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে।

এ ঘটনায় তিনি ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে।

ইউপি সদস্য রহিছ মিয়া বলেন, দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক ।
ধর্মপাশা থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রকৃত দোষীদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost