স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় সম্রাট আলী নামে এক পুলিশ কনস্টেবলসহ ২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা ও ১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়াও হেরোইন বিক্রির ২টি হিসাব রেজিস্টার, হেরোইন মাপার ২টি মেশিন, নগদ সাড়ে ৫ হাজার টাকা, ৪টি মোবাইল ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। শেরপুরের নখলা থানার মাফলার গ্রামের বাসিন্দা সম্রাট আলী পার্শ্ববর্তী মধ্যনগর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত। অপর আটককৃত ব্যক্তি সুমন চন্দ্র সরকার মধ্যনগর উপজেলার চামরদানি ইউনিয়নের বিরামপুর গ্রামের নান্টু চন্দ্র সরকারের ছেলে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মপাশা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply