চয়ন চৌধুরী, ধর্মপাশা থেকে
সুনামগঞ্জের ধর্মপাশায় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওইদিন রাতেই এ ঘটনায় আহত লালন মিয়ার ছেলে রিপন মিয়া বাদি হয়ে প্রতিপক্ষের লোকজনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাত ১০টার দিকে মামলার প্রধান আসামি রাজিব মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। রাজিব একই গ্রামের আলী নূরের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, মাটিকাটা গ্রামের নয়াবাড়ি গ্রামের লালন মিয়া ও তার লোকজনের সাথে একই গ্রামের আলী নূরের জমিজমাসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় আলী নূরের নেতৃত্বে তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে লালনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে এতে লালন (৬০) ও তার স্ত্রী রিপারা আক্তার (৫৫), চানু মিয়ার ছেলে সুফেল মিয়াসহ (৩০) অন্তত ৫ জন আহত হয়েছে। আহত লালন, রিপারা ও সুফেলকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে আলী নূর তার মুঠোফোন বন্ধ করে পলাতক রয়েছে। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের পরপরই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply