স্টাফ রিপোর্টার :
কৃষক ও কৃষির সমস্যাই মূলত জাতীয় সমস্যা- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার বাদশাগঞ্জ বাজারে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সুনামগঞ্জ জেলা সভাপতি রত্নাংকুর দাস জহর। এতে সংগঠনের জেলা সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান কবির। অন্যান্যের মাঝে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু, ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি কামরুজ্জামান সাজ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক তফাজ্জল হোসেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছয়ফুল আলম সদরুল, গণতান্ত্রিক মহিলা সমিতির ময়মনসিংহ জেলার আহবায়ক বাবলি আকন্দ, এনডিএফের ধর্মপাশা উপজেলা কমিটির সভাপতি নূর উদ্দিন আহমেদ, ধ্রæবতারা সাংস্কৃতিক সংসদের উপজেলা কমিটির সভাপতি কবির আহমেদ ও জাতীয় ছাত্রদলের উপজেলা আহবায়ক সুলতান উদ্দিন।
পরে নিরঞ্জন তালুকদারকে সভাপতি, সাইফুল ইসলাম ছদরুলকে সাধারণ সম্পাদক এবং সামসুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে হাওরাঞ্চলের নদীগুলো অবিলম্বে খনন, ইজারা প্রথা বাতিল এবং সার-বীজ-কীটনাশকসহ সকল কৃষি উপকরণ নামমাত্র মূল্যে কৃষকদের সরবরাহ ও উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে কৃষক আন্দোলন গড়ে তোলার আহবান কৃষক নেতারা।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply