স্টাফ রিপোর্টার :
বাউল আবুল সরকার কর্তৃক আল্লাহ তায়ালা ও পবিত্র কুরআন শরীফের অবমাননার প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা সম্মিলিত ওলামা পরিষদ ও তাওহিদী জনতার উদ্যোগে উপজেলার বিজয় ২৪ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এতে উপজেলা সম্মিলিত ওলামা পরিষদের সভাপতি মাওলানা আমীনুল ইসলামের সভাপতিত্বে আবুল সরকারের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য দেন মুফতি আবুল বাশার, মুফতি মুহসিন উদ্দিন, মুফতি মোল্লা মাহমুদ, মাওলানা আজীজুর রহমান, মাওলানা মাহমুদ হাসান মজুমদার, মাওলানা আনোয়ার হুসাইন, মাওলানা শাহীনূর প্রমুখ। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply