ধর্মপাশাও মধ্যনগর, (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীনে কাবিটা নীতিমালা অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরে ফসলরক্ষা বাঁধ মেরামত ও পুনর্নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ৩ নম্বর প্রকল্প ও মধ্যনগর উপজেলার কাইল্যানি হাওরের ১২ নম্বর প্রকল্পে মাটি ফেলার মধ্য দিয়ে কাজের উদ্বোধন করা হয়। পৃথকভাবে উদ্বোধনী কাজে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, সুনামগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, নূর আলম, সংশ্লিষ্ট প্রকল্প কমিটির সভাপতি, সদস্য সচিব, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply