শহীদুল ইসলাম শাহীন
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ধানের শীষ প্রতীকে মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল পাঁচটার দিকে পাইকুরাটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি গাছতলা বাজারের সড়ক প্রদক্ষিণ শেষে এবং পরে বাজার এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সদর ইউনিয়ন বিএনপির সদস্য সালাম সিকদার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হকসহ পাইকুরাটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচির শেষ পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোট প্রার্থনা করে বাজারের বিভিন্ন দোকানে লিফলেট বিতরণ করেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply