1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

মদনে হাওর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬১৮ টাইম ভিউ

চয়ন চৌধুরী

নেত্রকোনার মদনে হাওর থেকে শাওন মিয়া (১৫) নামে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

সোমবার(২৯শে ডিসেম্বর) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের বিকাল বাজারের পাশে ফসলি জমি থেকে নিহত ওই স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং সে মদন পৌর শহরের তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভুইয়াটি গ্রামের দুলাল মিয়ার ছেলে শাওন মিয়া রবিবার সন্ধ্যায় তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে যায়। এসময় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি এসে তাকে ডেকে নিয়ে তার সাথে কথা বলতে বলতে তাকে নিয়ে পাশের হাওরে যায়। এরপর সে আর রাতেও বাড়ি ফেরেনি। এতে তার পরিবারের লোকজনের মনে সন্দেহ দেখা দেয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে আর খুঁজে পায়নি।পরে সোমবার সকালে এলাকার লোকজন ওই হাওরের ফসলী জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে এ থেকে বিষয়টি পুলিশে খবর দেন।

নিহতের চাচা মাহমুদুল হাসান সোহান জানান, আমার ভাতিজা গতকাল সন্ধ্যায় কদমশ্রী বিকাল বাজারে আমাদের মনোহারি দোকানে যায়। তারপর অজ্ঞাত নামা দুজন লোক আমার ভাতিজাকে আমার বাবার নিকট থেকে ডেকে পাশের হাওরের দিকে নিয়ে যায়। তারপর রাতে আমরা অনেক খোঁজাখুজি করে কোথাও তাকে পাইনি। তবে বাজারের লোকজন বলেছে ওরা এর আগেও আসছিল। আমার ভাতিজার এক থেকে দুই বছরের বড় হবে। তবে তাদের গ্রেপ্তার করলেই মূল বিষয় বের হয়ে আসবে।

মদন থানা ওসি হাসনাত জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত চলছে।অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।###

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost