1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

মনোনয়নপত্র দাখিল করতে পারবো তা ভাবিনি- লুৎফুজ্জামান বাবর

  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ টাইম ভিউ

চয়ন চৌধুরী, নেত্রকোনা থেকে :

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থী লুৎফুজ্জামান বাবর। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে লুৎফুজ্জামান বাবর বলেন, আজকে এই অবস্থায় মনোনয়নপত্র দাখিল করতে পারবো এটা কখনোই ভাবিনি।  এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি।  নির্বাচন যেন সুষ্টু সুন্দর ও শান্তিপূর্ণভাবে হয়, অতীতের মতো কোনো কারচুপি না হয় সেজন্য আপনারাও পর্যবেক্ষণ করবেন। 

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, ভোটারদের প্রতি আমার একটাই আহ্বান আপনারা আগামীতে দেশ গড়ার জন্য সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে বিশ্বাস করে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি প্ল্যান আছে, আপনারা নিশ্চয়ই জানেন এবং শুনেছেন সেই প্ল্যান বাস্তবায়নের জন্য আমি আহ্বান জানাবো।

তিনি আরও বলেন, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগের থেকে আরও অনেক বেশি উন্নয়ন করার চেষ্টা করবো। কারন এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার প্রথম লক্ষ্য আখেরাত। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন আমার জনপদের মানুষের উন্নয়ন। তৃতীয়ত আমার পরিবার। নিশ্চয়ই আমি কতটুকু উন্নয়ন  করবো আপনারা বুঝতেই পারছেন। এছাড়া মাদক এবং জুয়ার স্থান আমার তিন থাকবে না ইনশাল্লাহ। এজন্য আপনারা আমাদের সহযোগিতা এবং আমাদের সাথে থাকবেন। ইসলামী দলগুলোর জোট ও নির্বাচনকে সাধুবাদ জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, অন্য জোটের সবাইকে সাধুবাদ জানাই। নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এই প্রতিযোগিতায় তাদের জনমত বেশি থাকে তবে তারাই আসবেন। আর বিএনপির জনমত বেশি থাকলে বিএনপি আসবে। এজন্য অবশ্যই সাধুবাদ জানাই জোটকে। ইনশাল্লাহ আমি আশাবাদী নির্বাচন সুষ্টু এবং সুন্দর পরিবেশে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost