চয়ন চৌধুরী, মোহনগঞ্জ (নেত্রকোনা):
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগ উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এলাকার সার্বিক আইনশৃ্ঙ্খলার বিষয়ে বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এমএ কাদের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জান্নাতুন নেছা চাঁদনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর শাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, থানার এসআই গিয়াস উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েল প্রমূখ।
এ ছাড়াও সভায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধগণ উপস্থিত ছিলেন। সভায় মাদক, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, শহরের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা করেন বক্তারা।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply