চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর কৃষকদলের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বাদ যোহর মোহনগঞ্জ পৌর শহরের গরুহাট্টা এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় মোহনগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক জহিরুজামান খান রনি, সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কমো. মাইনুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি মো. মকবুল হোসাইন খোকন
সহ-সভাপতি মনোয়ার হোসেন, মো. রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা ও পৌর শ্রমিক দলের ৮ নাম্বার ওয়ার্ডের সভাপতি মো, হুমায়ূন কবিরসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
পৌর কৃষকদলের সভাপতি মকবুল হোসাইন খোকন বলেন, আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় কৃষকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বর্জন করে শুধু দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করি।
১১-১২-২০২৫ ইং।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply