চয়ন চৌধুরী, মোহনগঞ্জ (নেত্রকোনা)
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের আল মবিন রোডের একটি বাসায় সাফিয়া আক্তার (৪০) নামে এক নারী কর্তৃক পরিচালিত দেহ ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। গত রবিবার পৌর শহরের ৮০ জন ব্যক্তি সাফিয়ার বিরুদ্ধে নেত্রকোনা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। যার অনুলিপি জেলা প্রশাসক, সংশ্লিষ্ট থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও পাঠিয়েছেন তারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাফিয়া কয়েক বছর ধরে মোহনগঞ্জ পৌর শহরের আল মবিন রোডের একটি বাসায় বসবাস করছেন। তিনি বিভিন্ন জায়গা থেকে নারী এনে তার বাসায় দেহ ব্যবসা করানোর পাশাপাশি রাতদিন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করেন। এছাড়াও তার বাসায় রাতভর চলে মাদকসেবীদের আড্ডা। ফলে বেড়েছে বখাটে ও মাদকসেবীদের অস্বাভাবিক উৎপাত। এতে এলাকার সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মোহনগঞ্জ থানার পূর্বপাশে আমেনা নামে আরেক নারীও একইভাবে দীর্ঘদিন ধরেই এমন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। এ ধরনের অসামাজিক কর্মকান্ডের কারণে শহরের স্থানীয় বাসিন্দারা চরম অস্বস্তিতে পড়েছেন। অভিযুক্ত নারীদেরকে বিগত দিনে পুলিশ গ্রেফতার করলেও পরে তারা জামিনে মুক্ত হয়ে আরও বেপরোয়াভাবে এমন কর্মকান্ড পরিচালনা করছেন। স্থানীয়রা জানিয়েছেন, এমন অসামাজিক কার্যকলাপ বন্ধ করা না গেলে দ্রুত সামাজিক অবক্ষয় দেখা দিবে। তাই তারা পুলিশ ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
মোহনগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান এ ব্যাপারে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। যা নিয়ে পুলিশের সাথে কথা বলে যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দ্রæত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশ দেওয়া হবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউএনওর সাথে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে বলা হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply