চয়ন চৌধুরী, মোহনগঞ্জ (নেত্রকোনা)
নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃত ওই দুই মাদককারবারিকে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মাদককারবারিরা হলেন,মোহনগঞ্জ পৌর শহরের কাজিয়াহাটি গ্রামের কামাল মোল্লার ছেলে রাকিব হাসান রনি (২৮) ও একই শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে মো.রিফাজুল ইসলাম রাতুল(২৯)।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত মজনু মিয়ার বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে ৭ গ্রাম হেরোইনসহ তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের কাজিয়াহাটি গ্রামের রাকিব হাসান রনি ও একই শহরের টেঙ্গাপাড়া এলাকার রিফাজুল ইসলাম রাতুল তারা দুইজনই এলাকায় চিহ্নিত মাদক সেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে পৌরশহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় গোপনে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তারা দুইজন টেঙ্গাপাড়া এলাকার মুত মজনু মিয়ার বাড়ির পাশের কাঁচা রাস্তায় মাদক বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি এলাকায় পুলিশের মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply