স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে রাজাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় অন্যান্যের মাঝে এডিসি (রাজস্ব) সমর কুমার পাল, এডিসি (জেনারেল) আয়েশা আক্তার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের অভাবে ওই ইউনিয়নের ২১টি গ্রামের শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ বিদ্যালয়টির নির্মাণ কাজ শেষ হলে ও কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ওই ইউনিয়নের ২১টিএ অঞ্চলের শিক্ষার্থীদের মাধ্যমিক শিক্ষা নিশ্চিত করতেই জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিদ্যালয়কে পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে বলেও জানান তিনি।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply