মো. শহীদুল ইসলাম শাহীন
সড়ক দুর্ঘটনা রোধ ও দায়িত্বশীল মোটরসাইকেল চালনায় তরুণ যুবক ও অভিভাবকদের সচেতন করতে ফেসবুকে জনসচেতনতামূলক পোস্ট করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি তার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন সচেতনতামূলক বার্তা প্রকাশ করে বিশেষভাবে অভিভাবকদের সতর্ক হওয়ার আহবান জানান। পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
‘হোন্ডা না কি মৃত্যু ফাঁদ?’- শিরোনাম দিয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি তাঁর পোস্টে লেখেন, ‘কলেজ পড়ুয়া সন্তানকে মোটরবাইক কিনে দেওয়ার আগে একবার ভাবুন- আপনি কি তাকে স্বাধীনতা দিচ্ছেন, নাকি অজান্তেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন? প্রতিদিনই সড়কে অনভিজ্ঞ চালনা, লাইসেন্সহীন রাইড, ওভারস্পিড ও স্টান্টবাজির কারণে প্রাণ হারাচ্ছে অসংখ্য তরুণ।’
জেল বা জরিমানা করে সচেতনতা বৃদ্ধি এবং চালককে নিরাপদে বাড়ি ফেরানোর উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় বলেও তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন তিনি। এছাড়াও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ, চালক-যাত্রী উভয়ের জন্য হেলমেট বাধ্যতামূলক, অপ্রাপ্তবয়স্ক বা কলেজপড়ুয়া শিক্ষার্থীর ঝুঁকিপূর্ণ বাইক রাইডে অভিভাবকের ‘না’ বলা জরুরি, ওভারস্পিড, স্টান্ট, লুকিং গøাস ছাড়া বাইক চালনা নিজের ও অন্যের জীবনের জন্য হুমকিস্বরূপ বলেও তিনি তাঁর পোস্টে উল্লেখ করেন।
স্থানীয়রা মনে করছেন, সঞ্জয় ঘোষের এমন সচেতনতামূলক পোস্ট ও কঠোর নজরদারি তরুণদের বেপরোয়া রাইড কমাতে ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে। অভিভাবক ও সচেতন মহল মনে করেন, এ ধরনের বার্তা শুধু ধর্মপাশা নয়, পুরো সমাজে সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply