স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন সমকাল সুহৃদ সমাবেশের উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য শিক্ষক মোছা. বুলবুল আখতার চৌধুরী। মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জাতীয় সংসদ সচিবালযের সিনিয়র প্রটোকল অফিসার বেলায়েত হোসেন আরিফের মা বুলবুল আক্তার চৌধুরী উপজেলার খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও থানা উন্নয়ন কেন্দ্রের বাসিন্দা মরহুম বজলুর রহমানে স্ত্রী। তাঁর এ সাফল্যে সমকাল সুহৃদ সমাবেশ ধর্মপাশা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply