স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের ধর্মপাশায় স্বামীর বাড়ির লোকজনের নির্যাতন সইতে না পেরে রুমা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহনন করেছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় গৃহবধূর মা রোকসানা আক্তার গত শনিবার মধ্যরাতে গৃহবধূর স্বামী ও শশুর-শাশুড়ির বিরুদ্ধে ধর্মপাশা থানায় মামলা করে এমন অভিযোগ তুলেন। পরে রোববার ভোরে পুলিশ অভিযুক্ত স্বামী কামরুল ইসলামকে গ্রেফতার করে। কামরুল উপজেলার সেলবরষ ইউনিয়নের বগারপাছুর গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
মামলায় বলা হয়, গত বছর কামরুলের সাথে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সুকদেবপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে রুমার বিয়ে হয়। গত নভেম্বরে রুমার সন্তান প্রসবের জন্য তার বাবার বাড়িতে যায়। সেখানে প্রসবকালে রুমার কন্যা সন্তানের মৃত্যু হয়। পরে রুমা শশুর বাড়িতে ফিরলে সন্তানের মৃত্যু নিয়ে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মানসিক নির্যাতন চালায়। যা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সমাধান হয়নি। এদিকে গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার স্বামীর শয়নকক্ষে ফাঁসিতে ঝুলতে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, গৃহবধূর স্বামী কামরুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply