চয়ন চৌধুরী
সুনামগঞ্জের ধর্মপাশায় শ্যালো মেশিন চুরির অভিযোগে জনিক মিয়া (৩০) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে দশটার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা সংলগ্ন জালধরা নামক হাওরে এ ঘটনা ঘটে। পরে রাতেই জনিকের বাড়ি থেকে শ্যালো মেশিনটি উদ্ধার করে পুলিশ। জনিক মাটিকাটা গ্রামের আক্কল আলীর ছেলে। এ ঘটনায় ওই রাতেই শ্যালো মেশিনের মালিক এবং একই গ্রামের বাসিন্দা নেকারুল ইসলাম (৪৫) বাদি হয়ে জনিক ও তার সহযোগী উমন মিয়াকে আসামি করে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেন।
কৃষক নেকারুল বাড়ির অদূরে জালধরা হাওরে বোরো জমিতে সেচের জন্য শ্যালো মেশিনটি বসিয়েছেন। যা দিয়ে তিনি জমিতে পারিন চাহিদা মিটিয়ে আসছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নেকারুল হাওর থেকে প্রতিদিনের মতো বাড়িতে চলে আসেন। পরে রাত দশটার দিকে তিনি বাড়ি থেকে হাওরের দিকে তাকিয়ে তার মেশিনের কাছে টর্চ লাইটের আলো দেখতে পান। এতে তার মনে সন্দেহ দেখা দেয়। পরে তিনি বাড়ি থেকে আরও কয়েকজনকে সাথে নিয়ে সেখানে গিয়ে দেখেন জনিক ও উমন অবস্থান করছে এবং শ্যালো মেশিনটি নেই। তখন নেকারুল অন্যদের সহযোগিতায় জনিককে আটক করতে সক্ষম হয় এবং উমন দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে জনিককে পুলিশে সোপর্দ করা হয় এবং জনিকের বাড়ি থেকে শ্যালো মেশিনটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, আটক জনিককে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply