1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

বেগম জিয়ার সুস্থতা কামনায় অঝোরে কাঁদলেন আনিসুল হক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৯ টাইম ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নির্বাচনী পথসভায় আবেগাপ্লুত হয়ে অঝোরে কাঁদলেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা–জামালগঞ্জ–তাহিরপুর–মধ্যনগর) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট বাজার এলাকায় অনুষ্ঠিত এ নির্বাচনী পথসভায় মঞ্চে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের কাছে আবেগভরা কণ্ঠে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া চান।

আনিসুল হক বলেন, চারদিকে এখন ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারেই একটি গোষ্ঠীর সকল ষড়যন্ত্র ভেসে যাবে। এখন আর বসে থাকার সময় নেই। সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, গ্রাম থেকে বাজার ঘরে ঘরে গিয়ে আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সালাম ও বিএনপির ঘোষিত ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। বিশেষ করে মা-বোনদের কাছে ধানের শীষে ভোট চাইতে হবে।

উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে আনিসুল হক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মিয়ারচড় ও মাহতাবপুর নদীর ওপর সেতু নির্মাণ করা হবে। পাশাপাশি চার উপজেলার যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষি ও মৎস্যখাতের আধুনিকায়ন এবং হাওরাঞ্চলে নতুন কর্মক্ষেত্র গড়ে তোলা হবে। পাশাপাশি ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগরের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন, ফসল রক্ষা বাঁধ, কালভার্ট ও টেকসই সড়ক নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিক্ষাখাত প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি উপজেলায় কারিগরি ও কলেজভিত্তিক শিক্ষার উন্নয়ন, আধুনিক ল্যাব স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হবে।

দুপুর থেকেই বাদাঘাট বাজার এলাকায় খণ্ড খণ্ড মিছিল ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে ও সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, রাখাব উদ্দিন, সবুজ আলম, নজরুল ইসলাম শাহ, রহুল আমীন, মোশাহিদ আহমদ তালুকদার, আব্দুস ছামাদ মুন্সী, আলী আহমদ মুরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে বিভিন্ন মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost