স্টাফ রিপোর্টার :
হাওরাঞ্চলে পানি কমতে শুরু করতেই ধর্মপাশার কৃষকরা নেমে পড়েছেন বোরো আবাদের প্রস্তুতিতে। ধীরে ধীরে জমি জেগে ওঠায় ব্যস্ত সময় পার করছেন তারা। যেদিকে চোখ যায় জমি সমতল করা, বীজতলা বানানো আর জমি প্রস্তুতে তাদের তৎপরতা চোখে পড়ে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দুই উপজেলায় (ধর্মপাশা-মধ্যনগর) ১ হাজার ৫৩৪ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত ৯৯০ হেক্টরে বীজতলা তৈরি শেষ হয়েছে। বাকিটুকুও ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শেষ হবে বলে আশা সংশ্লিষ্টদের।
কৃষকেরা বলছেন, এবার বর্ষার পানি আগেভাগেই নেমে যাওয়ায় সময়মতো বীজতলা তৈরিতে কোনো প্রতিবন্ধকতার আশঙ্কা নেই।
টগার হাওরের কৃষক রিপন মিয়া জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ঠিক সময়ে চারা রোপণ করা যাবে। গোড়াডোবা হাওরের কৃষক পলাশ মিয়ারও একই আশা আবহাওয়া অনুকূলে থাকায় তিনি স্বস্তিতে আছেন।
ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আশয়াদ বিন খলিল রাহাত বলেন, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই বীজতলা প্রস্তুত শতভাগে পৌঁছে যাবে ইনশাল্লাহ।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply