চয়ন চৌধুরী, মোহনগঞ্জ (নেত্রকোনা) :
নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপির বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর পৌর শহরের মেছুয়া বাজার জামে মসজিদে পৌর কৃষকদলের উদ্যোগে এ বিশেষ দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পড়ান মেছুয়া বাজার জামে মসজিদের ইমাম মুফতি, হাফেজ, মাওলানা ফজলুল হক।
অনুষ্ঠিত এ বিশেষ দোয়া ও মিল্লাদ মাহফিলে পৌর কৃষকদলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।
মোহনগঞ্জ পৌর কৃষকদলের সভাপতি মো. মকবুল খোকন জানান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তাই আজ আমরা তাঁর রোগ মুক্তি কামনায় পৌর কৃষকদলের পক্ষ থেকে এই বিশেষ দোয়া ও মিল্লাদ মাহফিলের আয়োজন করি। আমরা আমাদের প্রিয় নেত্রীর রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই এবং আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply