স্টাফ রিপোর্টার :
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ওইদিন দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্ব স্বাগত বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবিরের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, অদম্য সফল জননী বুলবুল আখতার চৌধুরী, অদম্য নারী জয়ীতা সাথী আক্তার, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মালেক খান, মুগ্ধ মহিলা উন্নয়ন সমিতির সভাপতি আসমা আক্তার, ব্র্যাক আইডিপির এরিয়া ম্যানেজার অনিন্দিতা বিশ্বাস। পরে অদম্য নারী ২০২৫ এর বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply