নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে নাদিয়া আক্তার নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাতটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নাদিয়া ওই গ্রামের নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির মেয়ে। নাদিয়ার বাবা নেত্রকোনার একটি ইটভাটার শ্রমিক।
নাদিয়ার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নাদিয়ার মা ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এক সময় নাদিয়া সবার অজান্তে ঘরে রাখা পানি ভরা বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর নাদিয়ার মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন।
সূত্র: কাজল তালুকদার, গণমাধ্যমকর্মী, কলমাকান্দা, নেত্রকোনা।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply