স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন সমকাল সুহৃদ সমাবেশের উপজেলা শাখার উপদেষ্টামন্ডলীর সদস্য মোছা. বুলবুল আখতার চৌধুরী। তিনি পেশায় একজন শিক্ষক। গত মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়। অপরদিকে একই দিনে তাঁর মেয়ে ফারজানা চৌধুরী কুমিল্লার লাকসাম উপজেলায় ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী’ ক্যাটাগরীতে পৃথকভাবে পুরস্কার পেয়েছেন। ফারজানা চৌধুরী বৈবাহিক সূত্রে সেখানে স্থায়ীভাবে বসবাস ও চাকুরী করছেন। ওইদিন বিকেলে বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতজনরা তাঁদের শুভেচ্ছা জানান।
মোছা. বুলবুল আখতার চৌধুরী ধর্মপাশা সদরের থানা উন্নয়ন কেন্দ্রের বাসিন্দা ও খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা চৌধুরী ও জাতীয় সংসদ সচিবালযের সিনিয়র প্রটোকল অফিসার বেলায়েত হোসেন আরিফের মা।
ধর্মপাশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম বলেন, সত্যিই বিষয়টি অনেক আনন্দের। তাঁদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
সমকাল সুহৃদ সমাবেশ ধর্মপাশা শাখার সভাপতি মাহমুদুল হাসান সামরুল বলেন, মা মেয়ের এমন সাফল্য আমাদেরকে গর্বিত করেছে। সুহৃদ সমাবেশের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা ও অভিনন্দন।
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, মা-মেয়ে একসাথে সম্মান পাওয়ার মতো গর্বের আর কিছুই হতে পারেনা। তাঁদের এমন সাফল্য যেন সাহস ও দৃঢ়তার এক অনন্য উদাহরণ। যা প্রমাণ করে নারীর অদম্য যাত্রা কখনো থেমে থাকেনা।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply