স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান মজুমদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে তাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা পালনের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সমিয় ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা , বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মঙ্গলবার ভোর চারটার দিকে উনার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply