স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ-তাহিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের পক্ষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ধর্মপাশায় নারীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গোলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় মহিলা নেত্রী পারভীনা চৌধুরীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে পারভীনা চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নির্যাতন ও কারাবরণ সহ্য করেছেন। তিনি গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনা করা প্রতিটি সচেতন ও গণতন্ত্রকামী মানুষের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক একজন সৎ, ত্যাগী ও পরীক্ষিত নেতা। দীর্ঘদিন ধরে তিনি নির্বাচনী এলাকার মানুষের পাশে রয়েছেন। আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও জনগণের অধিকার পুনরুদ্ধারে তাকে বিজয়ী করতে নারী সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহবান জানান তিনি। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা এবং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন আহমেদ মারুফ, সদস্য ইমরান আহমেদ লিটন, উপজেল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শুক্কুর আলী, সাবেক আহবায়ক কমিটির সদস্য হেলাল চৌধুরী প্রমুখ।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply