1. channeldp@gmail.com : channeldp : channeldp
  2. dailynobojugantor@gmail.com : dailynobojugantor : dailynobojugantor
  3. doinikuttorerdinkal@gmail.com : doinikuttorerdinkal : doinikuttorerdinkal
  4. prothomvor@gmail.com : prothomvor prothomvor : prothomvor prothomvor
  5. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

গৃহবধূর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৮ টাইম ভিউ

স্টাফ রিপোর্টার

ধর্মপাশায় অনৈতিক কার্যকলাপে বাধা দেওয়ায় সৌরভ মিয়া (২২) নামে এক যুবককে তার স্ত্রীসহ কয়েকজন পরিকল্পিতভাবে শাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। গত কয়েকদিন ধরে সৌরভের মা ও সৌরভের আত্মীয়স্বজন এ সংক্রান্ত মামলার নথিপত্র নিয়ে বিষয়টি গণমাধ্যমে প্রকাশের জন্য স্থানীয় সংবাদকর্মীদের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছেন। পাশাপাশি পুনরায় তদন্তের দাবিও জানাচ্ছেন তারা। সৌরভ সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের সাজ্জাত মিয়া ও মমতা খাতুন দম্পতির ছেলে। গত বছরের ২৩ ফেব্রুয়ারি সৌরভের স্ত্রী মাহিনুর আক্তারের বাবার বসতঘর থেকে সৌরভের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলায় বলা হয়, ২০২৪ সালের মাঝামাঝি সৌরভ ও মাহিনুর বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েক মাস পর থেকে মাহিনুরের পরিচিত এক প্রেমিক যুগল প্রায়ই সৌরভের অনুপস্থিতিতে সৌরভের ঘরে এসে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতো। এক সময় সৌরভ বিষয়টি জানতে পারে এবং তার স্ত্রীকে অনৈতিক কাজে ওই প্রেমিক যুগলকে প্রশ্রয় না দেওয়ার জন্য বলে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। যার জের ধরে এক সময় সৌরভের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যায়। কিন্তু সৌরভ তার স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ঘটনার আগেরদিন বিকেলে সৌরভকে কল করে নিজের বাবার বাড়িতে ডেকে নেয় তার স্ত্রী। সেখানে মাহিনুরসহ কয়েকজন সৌরভকে শ^াসরোধ করে হত্যার পর মাহিনুরের বাবার বসতঘরে বর্গার সাথে ওড়না পেছিয়ে ঝুলিয়ে রাখে বলে মামলায় উল্লেখ করা হয়। পরে পুলিশ খবর পেয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এর দীর্ঘ ৮ মাস পর অর্থাৎ গত বছরের ২৭ অক্টোবর ময়নাতদন্ত রিপোর্ট সৌরভের পরিবারের হাতে এলে তারা এতে অসন্তোষ প্রকাশ করে সৌরভের স্ত্রী মাহিনুর ও ওই প্রেমিক যুগলসহ ৪ জনকে আসামি করে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন সৌরভের মা।

সৌরভের মা মমতা খাতুন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেতেই অনেক সময় চলে গেছে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে। পুনরায় সঠিক তদন্ত করলে অভিযোগ প্রমাণিত হবে। অভিযুক্ত মাহিনুর এলাকার বাইরে অবস্থান করায় ও মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য জানা যায় নি।

বাদিপক্ষের আইনজীবী অ্যাড. সাইফুল ইসলাম চৌধুরী কামাল বলেন, সৌরভের মায়ের দাবি সৌরভকে হত্যা করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ে হস্তান্তর করেছেন আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost