স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশায় যুবদল নেতা শীশ মিয়া আকন্দ (৪২) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গত রোববার বিকেলে র্যাবের একটি দল তাদের গ্রেফতার করে কেরানিগঞ্জ দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরেরদিন ধর্মপাশা থানা পুলিশ গ্রেফতারকৃতদের ধর্মপাশায় নিয়ে আসে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের জিংলীগড়া গ্রামের আকিকুর রেজা আকন্দের ছেলে শাহিনুর আকন্দ, গাছতলা বাজারের মৃত বাদুর আলীর ছেলে মাসুদ ও রাশিদ মিয়া।
পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শীশ মিয়া জিংলীগড়া গ্রামের আব্দুল হাসিম আকন্দের ছেলে। তিনি গত ১৪ ডিসেম্বর রাত ৮টার পর থেকে নিখোঁজ ছিলেন। পরে ২৮ ডিসেম্বর ওই ইউনিয়নের দাসপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। এর পরদিন তার বড় ভাই জসীম উদ্দিন আকন্দ বাদী হয়ে জিংলীগড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে বাবুল মিয়া (৪৫) ও রতন মিয়া (৪০), আকিকুর রেজা আকন্দের ছেলে সিরাজুল আকন্দ (৩৫) ও শাহীনুর আকন্দ (৩২), মৃত সুরুজ আলীর ছেলে লালধন (৪৫), গাছতলা বাজারের মৃত বাদুর আলীর ছেলে মাসুদ (৩৯) ও রাশিদ (৩৮) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো অনেককেই আসামী করে হত্যা মামলা দায়ের করেন। পরে গত ২ জানুয়ারি আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply