স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব বাজারস্থ একটি ব্যবসা প্রতিষ্ঠানে আলোচনা সভা শেষে সভাপতি হিসেবে মানবজমিনের ধর্মপাশা প্রতিনিধি ইসহাক মিয়া ও কালের কণ্ঠের ধর্মপাশা সংবাদদাতা মহিউদ্দিন আরিফকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়। এ সময় জনকণ্ঠের ধর্মপাশা প্রতিনিধি গিয়াস উদ্দিন রানা, প্রথম আলোর ধর্মপাশা প্রতিনিধি সালেহ আহমদ, ভোরের দর্পনের ধর্মপাশা প্রতিনিধি সাদ্দাম হোসেনসহ স্থানীয় সাংবাদিক সোহেল রানা, রাজু ভূঁইয়া, এমারুল হক, উজ্জ্বল সরকার ও আবুল কালাম উপস্থিত ছিলেন।
এ সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহিউদ্দিন আরিফ জানান, পরবর্তী সভায় আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমে অন্যান্য পদ নির্ধারণ করা হবে।
প্রযুক্তি সহায়তায়: softhost
Leave a Reply